হাসিখুশি ও আনন্দময় জীবনের জন্য কতো কিছুই না করে থাকি আমরা। কিন্তু সুখি জীবনের পেছনে আসলে থাকতে পারে বংশগতির হাত। জেনেটিক মেকআপের ওপর নির্ভর করতে পারে একজন মানুষের জীবনের সুখ। পৃথিবীর সুখি দেশের তালিকায় ডেনমার্ক এবং অন্যান্য স্ক্যান্ডিনেভীয় দেশ বেশিরভাগ সময়েই ওপরের দিকে থাকে। অন্যান্য অনেক কারণে তাদের জীবন সুখি হলেও, গবেষকেরা ধারণা করছেন এর পেছনে জেনেটিক্সের বড় ভূমিকা রয়েছে। নতুন এই গবেষণায় ১০০ টির’ও বেশি দেশের মানুষের গড় জেনেটিক মেকআপের তথ্য নেওয়া হয় এবং ডেনমার্কের মানুষের...

